চট্টগ্রামে মাদকবিরোধী মানববন্ধন
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:১৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চট্টগ্রামে মাদকবিরোধী মানববন্ধন হয়েছে।
সোমবার সকালে নগরীর প্রেসক্লাবের সামনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘন্টার মানবন্ধনে ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন সর্বস্তরের মানুষ। এছাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারিতাস, ওয়ার্ল্ড ভিশন, রিহাব সেন্টার, সেভা দ্যা চিলড্রেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারিরা এতে অংশ নেন। মানবন্ধনে বক্তারা বলেন, মাদকের কবলে পড়ে ধংস হয়ে যাচ্ছে যুব ও তরুণ সমাজ। মাদক প্রতিরোধে মাদকবিরোধী বিভিন্ন গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।