ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

নলছিটিতে খাদ্যসামগ্রী পেল বেদে সম্প্রদায়

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

বেদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ শেষে করোনা সংক্রমণ মোকাবেলায় দিক নির্দেশনা দেন ইউএনও রুম্পা সিকদার

বেদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ শেষে করোনা সংক্রমণ মোকাবেলায় দিক নির্দেশনা দেন ইউএনও রুম্পা সিকদার

ঝালকাঠির নলছিটি শহরের সুগন্দা নদীর তীরে খোলা আকাশের নিচে বসবাসরত বেদে সম্প্রদায়ের ২৬ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়ার পাশাপাশি করোনা সংক্রমণ মোকাবেলায় দিক নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। 

বুধবার (১ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে ৫ কেজি  চাল, ১ কেজি ডাল ও ১টি করে সাবান তুলে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। 

বেদে পল্লীতে এসব খাদ্য সামগ্রী বিতরণ শেষে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় তাদের দিক নির্দেশনা দেন ইউএনও রুম্পা সিকদার। 

এ সময় জরুরী প্রয়োজন ছাড়া অবাধে ঘোরাফেরা করতে নিষেধ করা হয় তাদের। এ ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী দেয়া হয়।   

এনএস/