ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু‘পক্ষে সংঘর্ষে নারীসহ আহত ৩৫ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু‘পক্ষে সংঘর্ষে নারীসহ প্রায় ৩৫ জন আহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ফকিরদিয়া গ্রামের ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলতে চাইলে করোনাভাইরাসের কথা বলে স্থানীয় সেচ্ছাসেবক কয়েকজন এতে বাঁধা দেয়। 

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এর জের ধরে বুধবার সকালে ফকিরদিয়া মুন্সী বাড়ির শাহ হোসেনের লোকজন ও সরকার বাড়ির আলমগীর মিয়া লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ প্রায় ৩৫ জন আহত হয়েছে। 

এসময় কয়েকটি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে নাসিরনগর চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু‘পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় এখন কোনা মামলা হয়নি বলে তিনি জানান। 

কেআই/এসি