ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

বিশ্বনবীর নির্দেশিত পথ অনুসরণ করা ছাড়া কোন বিকল্প নেই

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:১৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

সারাবিশ্বের অশান্তি ও অরাজকতা দূর করতে বিশ্বনবীর নির্দেশিত পথ অনুসরণ করা ছাড়া কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আলেম সমাজ। সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাই রহমানিয়া দরবার শরীফ ও জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে সুন্নী মহাসম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন তাফহীমুল বুখারীর প্রণেতা সৈয়দ মুহাম্মদ সাইফুর রহমান নিজামী শাহ। সম্মেলনে বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বক্তব্য রাখেন। সম্মেলনের শেষে দেশ ও মুসলিম বিশ্বের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।