ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

১১ এপ্রিল পর্যন্ত ছুটির প্রজ্ঞাপন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার | আপডেট: ০৬:০০ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত পুরো পৃথিবীতে ৪৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশেও এর প্রকোপ দেখা দিয়েছে। এর বিস্তার রোধে চলমান ৭ দিনের ছুটি আরও ৪ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ছিল।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকার আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নতুন করে ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি চলছে।

এসি