খাগড়াছড়িতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
খাগড়াছড়ির মহালছড়িতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলা তথ্য অফিসের আয়োজনে মহালছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন মহালছড়ি নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন। সভায় আলোচকরা জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা উন্নয়ন প্রতিষ্ঠানের ও সরকারী বিভিন্ন কর্মকর্তরাসহ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।