ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

৯ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে ব্যাংক খোলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

করোনাভাইরাসের সতর্কতায় সরকার নতুন করে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময়ে দেশের সকল তফসিলি ব্যাংকে সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে এই নির্দেশনা দেয়া হয়।

জনগণের প্রয়োজন বিবেচনা করে ছুটির সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

করোনাভাইরাসের সতর্কতায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মোট পাঁচ কার্যদিবস (অর্থাৎ গত ২৯ এপ্রিল রোববার থেকে ২ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত) সরকারের নির্দেশনা অনুসারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টা করে চালু রেখেছে। আর ব্যাংক খোলা থাকছে দুপুর দেড়টা পর্যন্ত।

আরকে//