ইরাকের আইএসের ঘাঁটি নির্মূলে সরকারি বাহিনীর অভিযান
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৯:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
ইরাকের মসুলের পশ্চিমাঞ্চলে আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি নির্মূলে জোরেশোরে চলছে সরকারি বাহিনীর অভিযান।
স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া এ অভিযানে এরইমধ্যে আরো বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে সরকারি বাহিনী। এখন বিমানবন্দরের দিকে অগ্রসর হচ্ছে তারা। শুরুর দিকে আইএসের পুঁতে রাখা বোমার কারনে অভিযানের গতি কিছুটা কমে গেলেও বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় পরে আবার জোরেশোরে শুরু হয় অভিযান। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় হাজার হাজার ইরাকি বাহিনী অংশ নিয়েছে এ অভিযানে। রকেট মিসাইলসহ ভারী যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে আইএস নির্মূলে। এদিকে সোমবার হঠাৎ করে বাগদাদ সফরে এসেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।