ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মা মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূইঁয়ার মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার ভোর ৪ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান তিনি। বাদ জোহর বশরতনগর নিজ বাড়িতে নামাজের জানাজা শেষে দাফন করা হয়।

তিনি সাবেক ছাত্র নেতা বতর্মান জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক আলী ভূইয়া বকুলের মা। মরহুমা সীতাকুণ্ড থানা ৪ নাম্বার মুরাদপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শহীদ নুরল ইসলাম ভূঁইয়ার সহধর্মিনী। 

প্রসঙ্গত, বিশ্ব করোনা পরিস্থিতির কারণে মায়ের মৃত্যুতে দেশে আসতে পারেননি তার ছেলে মোবারক আলী ভূইয়া বকুল।