ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

১০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার আহ্বান

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

নাটোর সিভিল সার্জনের কার্যালয়

নাটোর সিভিল সার্জনের কার্যালয়

নাটোরের সকল বাসিন্দাকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। চলমান করোনা পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে এ আহ্বান জানান তিনি।

এদিকে, জেলায় গত ৪৮ ঘন্টায় বিদেশ ফেরত কোনো ব্যক্তি হোম কোয়ারেন্টিনের আওতায় আসেনি। তবে বর্তমানে জেলায় কোয়ারেন্টিনে রয়েছে ১২২ জন। মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত ৩২৩ জনকে মুক্ত করে দেয়া হয়। 

তবুও বিদেশ ফেরত যাদের ইতোমধ্যেই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে অথবা যারা ঢাকা থেকে নিজ এলাকায় ফিরেছেন তারাসহ সকলকেই আগামী ১০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।

এদিকে, এদিকে, আজ ১ হাজার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ তিনি বলেন, ‘দেশের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দু’জনের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই নির্দেশনা অনুসারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিভিন্ন বিভাগীয় পরিচালককে নমুনা সংগ্রহের নির্দেশনা দিয়েছেন। আজ সারাদেশ থেকে এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে আমরা আশা করছি।’

ডা. হাবিবুর রহমান বলেন, রাজধানীসহ সারাদেশে পিসিআর মেশিনের মাধ্যমে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকায় ৬টি এবং ঢাকার বাইরে ৪টি প্রতিষ্ঠানে ইতোমধ্যেই নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে। খুব শিগগিরই এগুলোতে কাজ শুরু হবে।

তিনি জানান, এ পর্যন্ত ১২ হাজার ৪৪৮ জন স্বেচ্ছাসেবী ডাক্তার কোভিড ১৯ চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ হাজার ৪৭০ জন ইতোমধ্যে চিকিৎসা সেবা দেয়া শুরু করেছেন।

তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সন্দেহভাজন রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে নিকটস্থ ল্যাবরেটরিতে পাঠানোর অনুরোধ জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বাতায়নে কোভিড-১৯ সংক্রান্ত ৬৬ হাজার ৪৬৫টি কল এসেছে, এ পর্যন্ত এই নম্বরে ১০ লাখ ৪২ হাজার ৯৫২টি কল এসেছে।

গত বছরের শেষের দিকে চীনের উহান শহরে অজ্ঞাত ভাইরাসের সন্ধান পায় চিকিৎসকরা। যা পরবর্তীতে করোনা ভাইরাস হিসেবে সনাক্ত হয়। ক্রমশ এই ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। 

যাতে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৪১ জনে, যার মধ্যে কেবল ইউরোপেই সংখ্যাটা ৩০ হাজারের অধিক।

এনএস/