আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেন সবাই
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
আজ অমর একুশে, ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুকের রক্ত দিয়ে যারা মায়ের ভাষা বাংলাকে মর্যাদার আসন দিয়ে গেছেন, সেই ভাষা শহীদদের ভোলেনি জাতি। ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। দল, মত, ধর্ম- বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেন সবাই। ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার। সবার কণ্ঠে ছিলো অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার।
ভোরের সূর্য পূবের আকাশে উঁকি দেয়ার আগেই রাজধানীর সব পথ যেন্ মিশে যায় কেন্দ্রীয় মহীদ মিনারে। নগ্ন পায়ে প্রভাত ফেরীসহ মানুষের ঢল। নীলক্ষেত, আজিমপুর ও পলাশী মোড় হয়ে সবার গন্তব্য শহীদ মিনারের দিকে।
মায়ের ভাষায় কথা বলার অধিকার চাইতে গিয়ে ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। সেই বেদনাকে ধারণ করে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সব মত পার্থক্য ভুলে সবাই একাকার ফুল হাতে। দিনভর ধীরপায়ে এগিয়ে আসে লাখো মানুষ।
আত্মত্যাগের সেই দিনটিতে বেলা বাড়ার সাথে সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার ফুলে ভরে উঠে শহীদ মিনারের বেদি।
সামাজিক, সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন শ্রেণি-পেশার লাখো মানুষ শহীদ মিনারে আসেন শ্রদ্ধা জানাতে। ভাই-হারানোর শোককে শক্তিতে পরিনত করে জাতি আরেকবার শাণিত হবে, এমন দৃপ্ত শপথ তাদের কন্ঠে।
বাঙালির ভাষা সংগ্রামের একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাই শ্রদ্ধা জানাতে আসেন বিদেশীরাও।
শিশুদের সাথে নিয়েও শ্রদ্ধা জানাতে আসেন অনেকে। ভবিষ্যত প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানোই উদ্দেশ্য।
ভাষা আন্দোলনের চেতনায় জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ ছিল সবার কন্ঠে।