ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:১৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে প্রথমের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের পর তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও কূটনীতিক কোরের সদস্যরাও শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। পরে ১৪ দল দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার রাত দেড়টায় নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বায়ান্নোর ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে ‘বাংলা’ রাষ্ট্রভাষার মর্যাদা পায় সেই সালাম, বরকত রফিক, শফিক, জব্বারদের স্মরণ করছে গোটা জাতি।