ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

বিশেষ ফ্লাইট চালু করছে এমিরেটস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনার প্রকোপে সাময়িক স্থগিতের পর বিশেষ কিছু ফ্লাইটে যাত্রী পরিবহণের অনুমতি পেয়েছে এমিরেটস। 

আগামী সোমবার (৬ এপ্রিল) থেকে প্রথম ফ্লাইটগুলো দুবাই থেকে লন্ডন হিথ্রো, ফ্রাংকফুর্ট, প্যারিস, ব্রাসেলস ও জুরিখে যাত্রী পরিবহন করবে। লন্ডন হিথ্রোতে সপ্তাহে ৪টি এবং অন্যান্য গন্তব্যে ৩টি করে ফ্লাইট পরিচালিত হবে।   

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের ২নং টার্মিনাল থেকে এই ফ্লাইটগুলো শুধুমাত্র বহির্গামী যাত্রী পরিবহন করবে। তবে এসব দেশ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা-শর্তাবলী পূরণ করতে পারবেন এমন যাত্রীরাই কেবল এসব ফ্লাইটগুলোতে ভ্রমণ করার সুযোগ পাবেন।   

এমিরেটস এয়ারলাইন্সের প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম সাংবাদিকদের জানান, ‘এমিরেটস খুব শিগগিরই পূর্বের ন্যায় ফ্লাইট শুরুর আশা করছে। ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হলেই তা সম্ভব হবে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।’

স্বাস্থ্য নিরাপত্তার খতিরে এমিরেটসের ইন-ফ্লাইট সেবা ও বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া ফ্লাইট পরিচালনার পর দুবাইয়ে প্রতিটি উড়োজাহাজে বর্ধিত পরিছন্ন ও জীবাণুনাশক কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি। 

এআই