ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৩৯

প্রকাশিত : ০১:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। সন্দেহের তীর কথিত জঙ্গি সংগঠন আল শাবাবের দিকে। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা হাসপাতাল কর্তৃপক্ষের। এদিকে পুলিশের এক মুখপাত্র জানান, হামলাকারীদের সনাক্ত করা সম্ভব হয়েছে। হামলার ধরন দেখে জঙ্গি সংগঠন আল শাবাব কে সন্দেহ করছে গোয়েন্দারা। নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহনের কয়েকদিন আগে এ ধরনের ঘটনা ঘটলো দেশটিতে।  রোববার রাজধানীর মাদিনা এলাকার একটি ব্যস্ত বাজারে হামলাটি চালানো হয়। বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।