ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪,   চৈত্র ৫ ১৪৩০

দেশে এক সংবাদকর্মী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে ৪৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার | আপডেট: ০৮:১৯ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

ইন্ডিপেনডেন্ট টেলিভিশন’র প্রতিক

ইন্ডিপেনডেন্ট টেলিভিশন’র প্রতিক

এই প্রথম দেশের এক সাংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৬ মার্চ জ্বর দেখা দিলে ছুটিতে ছিলেন তিনি। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিত পায়। আক্রান্ত ব্যক্তি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত। 

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক এম শামসুর রহমান জানান, করোনায় আক্রান্ত এ সংবাদকর্মী এখন পুরোপুরি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার সংস্পর্শে আসা ৪৭জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

আক্রান্ত ঐ সংবাদকর্মীকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এমএস/