ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

লাস পালমাসকে ২-১ গোলে হারিয়েছে মালাগা

প্রকাশিত : ০১:০০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:০০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

প্যানিস লা লিগায় পিছিয়ে পড়েও জয় পেয়েছে মালাগা। লাস পালমাসকে ২-১ গোলে হারিয়েছে তারা। এস্তাদিও লা রোজালেদায় শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। লেমোস ১৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে পালমাসকে ১-০ তে এগিয়ে দেন। এর ৮ মিনিট পরই মালাগার পাবলো ফোমালস কর্ণার থেকে বল পেয়ে দর্শনীয় রেইনবো শটে গোল করে ১-১ এ সমতা আনেন। খেলার ৩৫ মিনিটে র্চালেস গোল করে ২-১ এ এগিয়ে দেন মালাগাকে। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মালাগা।