বাংলা ভাষায় রায় লেখার উদ্যোগ উচ্চ আদালতেও
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:০৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
উচ্চ আদালতেও বাংলা ভাষায় রায় লেখার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ইংরেজিতে রায় লেখা হলেও অনুবাদ সফটওয়্যারের মাধ্যমে তা বাংলায় রূপান্তর হবে। এদিকে বিচারপতিদের বাংলায় রায় লেখার আহ্বান জানান আইন কমিশনের চেয়াম্যন বিচারপতি এবিএম খায়রুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ কথা বলেন।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৯ টার দিকে কেন্দ্র্রীয় শহীদ মিনারে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি।
এর পরে তিনি বলেন, আদালতে এখনে পুরোপুরি বাংলা চালু করা যায়নি। তবে এ নিয়ে কাজ চলছে।
এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আইন কমিশনের চেয়ারম্যান বলেন, আদালতে বাংলায় যুক্তি তর্ক উপস্থাপনসহ রায় লিখতে শুরু করলে পরে তা সহজ হয়ে যাবে।
রাষ্ট্রভাষা হিসেবে ৫১ বছর আগে স্বীকৃতি পেলেও সর্বস্তরে চালু হয়নি বাংলা। ব্যাংক বীমা বাণিজ্যিক প্রতিষ্ঠানেও বাংলা প্রচলনের দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ।
একই সঙ্গে আকাশ সংস্কৃতির প্রভাবে মাতৃভাষার বিকৃতি রোধের আহ্বান জানান তারা।