ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

বিশেষ ব্যবস্থায় পশ্চিমবঙ্গ থেকে ফিরলেন ৮১ বাংলাদেশি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০ এএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

লকডাউনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া ৮১ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিশেষ ব্যবস্থায় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের আনা হয়। 

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা পেট্রাপোলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশে আসেন। 

অন্যদিকে, ভারতে চলমান ২১ দিনের লকডাউনে এখনো আড়াই হাজারের বেশি বাংলাদেশি আটকা পড়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। 

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুসারে, ‘আটকে পড়াদের মধ্যে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী রয়েছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকে পড়াদের ফিরিয়ে আনা হবে।’ 

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব সাংবাদিকদের বলেন, ‘ভারত থেকে আসা বাংলাদেশিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রত্যেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর রাখা হয়েছে। তাদের প্রতি নজর রাখতে এগুলো স্ব স্ব জেলায় পাঠিয়ে দেওয়া হবে।’

এআই/