ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

মাগুরায় পরোকিয়ার জেরে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা 

মাগুরা প্রতিনিধি 

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

পরোকিয়ার জেরে মাগুরায় পিকুল বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিখোঁজের প্রায় একমাস পর শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে শ্রীপুরের চরমহেশপুর গ্রাম থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় একই উপজেলার কাজী মোশারোফ হোসেন ও রাজিয়া সুলতানা নামের এক দম্পতিকে আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, পিকুল গত ২ মার্চ উপজেলার চৌগাছি গ্রাম থেকে গাজীপুরের কাশিমপুরে তার বোনের বাড়িতে বেড়াতে যান। পরদিন বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। ৭ মার্চ তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, ৩ মার্চ পিকুলের সঙ্গে পাশের চরমহেশপুর গ্রামের রাজিয়া সুলতানার মুঠোফোনে একাধিকবার কথা হয়। পরে কল লিস্টের সূত্র ধরে রাজিয়া ও তার প্রবাসী স্বামী কাজী মোশারোফ হোসেনকে শুক্রবার আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার কথা স্বীকার করেছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। তিনি বলেন, ‘পরোকিয়ার জেরে গত ৩ মার্চ পিকুলকে বাড়িতে ডেকে নেন রাজিয়া। ওই রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পরে পিকুল অচেতন হয়ে পড়েন। পরে স্বামী-স্ত্রী মিলে তাকে গলাকেটে হত্যা করে বাড়ির পাশে কলপাড়ে মাটিচাপা দেন।’

তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই/