ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ফেনীতে ৮ জনের নমুনা সংগ্রহ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

গত দু’দিনে ফেনীতে করোনার সংক্রমণ নিরূপণে ৮ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা জেলার চারটি উপজেলার বাসিন্দা। তারা করোনার উপসর্গে (জ্বর, সর্দি, কাশি) ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭ জনসহ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। আর নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করায় ৭৯৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর মধ্যে গত একদিনে কোয়ারেন্টাইন মুক্ত হওয়ার সংখ্যা ৬১। 

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, ‘সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। রিপোর্ট পজেটিভ হলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।’ 

তিনি জানান, ‘নমুনা সংগৃহীত ব্যক্তিরা ছাগলনাইয়া সোনাগাজী, ফেনী সদর ও দাগনভূঞার বাসিন্দা। তাদের বাড়ির সকল বাসিন্দাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

এআই/