ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ইতালিতে করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়ালো 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

করোনায় সবচেয়ে ভয়বাহ অবস্থায় ইউরোপ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্তের দেশ ইতালিতে ১৫ হাজার ছাড়িয়েছে প্রাণহানি। 

দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির দেওয়া হিসাব অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। তারপরও একদিনে মারা গেছেন আরও ৬৮১ জন। এতে করে প্রাণহানি বেড়ে হয়েছে ১৫ হাজার ৩৬২। আক্রান্তের সংখ্যা ঠেকেছে ১ লাখ ২৪ হাজার ৬৩২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ২১ হাজার। 

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশে শুরু হওয়ার পর থেকে বিশ্বের অন্তত দুইশ দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যেখানে প্রথমবারের মত কোনো দেশে মৃতের সংখ্যা ১৫ হাজারে পৌঁছালো। 

ইতালিতে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী লোম্বার্ডি অঞ্চল। করোনার বিস্তার ঠেকাতে তিন সপ্তাহ ধরে অবরুদ্ধ পুরো ইতালি। দেশটির মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না।

ইতালিতে করোনায় মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইতালি শিগগিরই করোনা সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এরপর থেকেই সেখানে এই মহামারির প্রকোপ কিছুটা কমতে শুরু করবে।

এদিকে, বিশ্বজুড়ে আজ রোববার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ১ হাজার ৯৬৪ জনে দাঁড়িয়েছে। আর প্রাণহানি ঘটেছে ৬৪ হাজার ৭২৭ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৮ জন। 

এআই/