ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বরিশালে হোম কোয়ারেন্টাইনে ২৪৯

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

বরিশাল মহানগর ও জেলার ১০টি উপজেলায় এখন পর্যন্ত ৬৯০ জন বিদেশফেরতকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদপূর্ণ করায় ছাড়পত্র পেয়েছেন ৪৮০ জন। 

গত ২৪ ঘণ্টায় আরও একজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। ছাড়পত্র দেয়া হয় আরও ৩৮ জনকে। ফলে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৯ জন। এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

করোনার উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১১ জন চিকিৎসাধীর রয়েছেন বলে জানিয়েছেন পরিচালক ডা. বাকির হোসেন।

এআই/