বিকৃত উচ্চারণ পরিহারের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৭:২০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:২০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
বাংলা ভাষার বিকৃত উচ্চারণ পরিহারের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। বাংলার পাশাপাশি আন্তর্জাতিক অন্য ভাষাও শিখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন পাঁচ দিনব্যাপি এই আয়োজনেরও।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
অন্য কোনো ভাষার সাথে মাতৃভাষাকে মিশিয়ে বিকৃত উচ্চারনে বাংলা ভাষার ব্যবহার পরিহার করার আহবান জানান প্রধানমন্ত্রী।
মাতৃভাষায় শিক্ষা গ্রহনে জ্ঞানের গভীরতা বাড়ে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী সবাইকে অন্য ভাষা শেখার প্রতিও আগ্রহী হওয়ার পরামর্শ দেন।
ভাষা সংগ্রামের ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরাতে সংশ্লিস্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।