ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

নাসিরনগরে দোকান খোলা রাখায় ১০ জনকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষেধাজ্ঞা অমান্য করে ফার্মেসী, কাচাঁমাল পণ্য ও মুদি দোকান ব্যতিত অন্যান্য দোকান খোলা রাখার দায়ে চা দোকানদার ও কাপড় ব্যবসায়ীসহ ১০ জনকে জরিমানা ও ২টি চায়ের দোকান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার সকাল থেকে দিনভর অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার কুন্ডা, নুরপুর ও চৈয়ারকুড়ি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৮৬ ধারায় ও দন্ডবিধির ২৬৯ লঙ্ঘনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

কেআই/এসি