সাংসদ লিটন হত্যায় জড়িত সন্দেহে জাপা নেতা সাবেক এমপি কাদের খান আটক
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে জাপা নেতা সুন্দরগঞ্জের সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আব্দুল কাদের খানকে আটক করেছে পুলিশ।
বিকেলে বগুড়া শহরের রহমান নগরের বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার গাইবান্ধা থেকে বগুড়ার বাসায় আসেন তিনি। পরদিন সকাল থেকেই তার বাসা এবং ক্লিনিকের সামনে পুলিশ অবস্থান নেয়। <ংঃৎড়হম>আজ বিকেলে সাদা পোশাকে পুলিশ সদস্যরা তার বাসায় অভিযান চালায়। পরে কাদের খানকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে চলে যায়। তবে এ ব্যাপারে পুলিশ কিছু জানায়নি। এদিকে, এই হত্যা মামলায় ৩ জনের জবানবন্দী নেয়া হয়েছে গাইবান্ধা আদালতে।