ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

দলবদ্ধ হয়ে চলাফেরা করায় ১৩ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি আদেশ অমান্য করে দলবদ্ধ হয়ে চলাফেরা করায় ৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেয়া হয়। এসময় প্রত্যেকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। 

সাংবাদিকদের তিনি জানান, ‘করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার যেসব আদেশ দিয়েছেন তা লঙ্ঘন করে অনেকে দোকান খোলা রাখার চেষ্টা করছেন। আবার অনেকে দলবদ্ধভাবে অবস্থান ও চলাফেরা করছেন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কলেজ মোড়ে, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড্ডা দেয়ার সময় এমন ১৩ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এআই/