ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি ফেরার পথে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতরাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাই নদ তীরবর্তী ফুটবল মাঠের কাছে তাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আজ সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহতের নাম আলতা মিয়া (৫৬)। তিনি রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য বলে ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ জানিয়েছেন।

জানা গেছে, রোববার রাত ১০টার দিকে আলতা মিয়া মির্তিংগা চা বাগান থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর অবস্থায় তাকে ফেলে পালিয়ে যারা তারা। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে মারা যান তিনি। 

নিহত আলতা মিয়ার সন্তানরা জানায়, ‘ধলাই নদের বালু ঘাটের ইজারা নিয়ে ইজারাদারের সাথে একটি পক্ষের মামলা ছিল। ওই মামলায় এ গ্রামের ফুর মিয়ার ছেলে ইব্রাহীম আসামী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতিরও অভিযোগ রয়েছে। ইব্রাহীম মনে করত আমাদের বাবা এ  মামলায় তার নাম ঢুকিয়েছেন। এ নিয়ে তিনি ও তার অনুসারীরা বেশ কিছু দিন ধরে বাবাকে হুমকি দিয়ে আসছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্রই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

নিহতের ছেলে-মেয়েরা আরও বলেন, ‘মারা যাওয়ার আগে বাবা হামলকারীদের নাম প্রকাশ করে গেছেন। তারা হলেন, একই গ্রামের ইব্রাহীম মিয়ার নেতৃত্বে ছমদু মিয়ার ছেলে খুরশেদ মিয়া, রোশন মিয়ার ছেলে জামাল মিয়া, জয়নাল মৃধার ছেলে আফজাল মৃধা ও মাহমুদ মিয়ার ছেলে বদরুল মিয়া।’ 

এ সময় তারা বলেন, ‘ইব্রাহিমের পাশাপাশি একজন প্রবাসীও এতে সম্পৃক্ত থাকতে পারেন। কয়েক বছর আগে এ গ্রামে আরও একজন খুন হয়েছিলেন। সে ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলেন বাবা। সে হত্যকাণ্ডের এক আসামী পালিয়ে মধ্যপ্রাচ্যে চলে যায়। সেখান থেকে টাকা দিয়ে ইব্রাহীম ডাকাত ও তার সহযোগীদের দিয়েও এ হত্যার ঘটনা ঘটাতে পারে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সাংবাদিকদের জানান,‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। নিহতের পরিবার থেকে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এআই/