ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

আলুর ফলন ভালো হলেও বাজার দর কম হওয়ায় হতাশ চাষীরা

প্রকাশিত : ১০:১৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:১৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

অনুকূল আবহাওয়ায় দেশের বিভিন্ন স্থানে এবার আলুর ফলন ভালো হলেও বাজার দর কম হওয়ায় হতাশ চাষীরা। তারা বলছেন, আলুর উৎপাাদন খরচ তোলায় এখন দায় হয়ে পড়েছে। এ’ অবস্থায় ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষক। এ মৌসুমের আলু চাষাবাদে শুরু থেকে পোকার আক্রমণে বিপাকে পড়েন দ্বীপজেলা ভোলার চাষীরা। তবে নিয়মমতো ক্ষেতে কীটনাশক প্রয়োগে পোকা দমন করায় উৎপাদনও হয়েছে ভালো। দাম নিয়ে রয়েছে অসন্তোষ। কুমিল্লায়ও চলতি বছরে ১৫ হাজার হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা কৃষি বিভাগের। এদিকে উত্তরের জেলা রংপুরে আলুর চাষ হয়েছে রেকর্ড ৫৪ হাজার ৭শ হেক্টর জমিতে। অথচ কৃষক তা বিক্রি করেেছন মাত্র ৪ থেকে ৫ টাকা কেজি দরে। উৎপাদন খরচ তোলা নিয়েই সংশয়ে তারা। ঠাকুরগাঁওয়ে আলুর বাজার দাম কম হওয়ায় চাষীরা তা সংরক্ষণ করছেন। জেলায় এবার উৎপাদন হয়েছে সাড়ে চার লাখ টন আলু। ১৫টি হিমাগার সংরক্ষণ করা যাবে মাত্র দেড় লাখ টন। লোকসানের মুখে থাকা চাষীরা আলুর ন্যায্য বাজারদর নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।