ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটেই রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার | আপডেট: ০৯:৩৩ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিটে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল, সাড়ে ৫টায় তার মৃত্যু ঘটে। নিহতের বাড়ি বরিশাল নগরীর তালতলি এলাকায় বলেই জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে জরুরী বিভাগে আসে ওই রোগী। সেখান থেকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। 

তবে মৃত ব্যক্তিটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা- তা জানতে নমূনা ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি। 

এদিকে, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে ৩ জন রোগীর মৃত্যু ঘটেছে। বর্তমানে সেখানে ৯ জন চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ।

এনএস/