ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

নরসিংদীতে তিন ভাইবোনকে হত্যা করেছে মেঝ ভাই

প্রকাশিত : ১০:০৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:০৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

নরসিংদীতে ছোট তিন ভাইবোনকে হত্যা করেছে মেঝ ভাই। এ সময় বাধা দেওয়ায় বড় ভাইকেও কুপিয়ে আহত করে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালী পূর্ব-পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই রুবেল মিয়া পলাতক থাকলেও পরে এলাকাবাসী তাকে আটক করে। স্থানীয়রা জানায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে রাতে হঠাৎ করে রুবেল মিয়া ছোট ভাইবোনদের ওপর হামলা চালায়। এ সময় ৬ ও ৮ বছরের ছোট দুই বোন ও ১০ বছরের এক ভাইকে গলাটিপে হত্যা করে। ঘটনা টের পেয়ে বড় ভাই আতিকুর রহমান তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকে কুপিয়ে আহত করে রুবেল মিয়া। স্থানীয়রা আহত অবস্থায় আতিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর মডেল থানা পুলিশ।