ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

রাজধানীতে গ্যাস পাইপ লাইন বিস্ফোরণে ফলে ৫ জন দগ্ধ

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৩:২৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি চাইনিজ রেঁস্তোরায় গ্যাস পাইপ লাইন বিস্ফোরণে ফলে ৫ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ পাঁচজনই রেঁস্তোরার বাবুর্চি। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন, বার্ন ইউনিটের আবাসিক সার্জন। সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইয়েলের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টের রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের অভিযোগ, গ্যাস পাইপ লাইনের লিকেজের বিষয়টি রাতে কর্তৃপক্ষকে জানানো হয়। তবে হোটেল ম্যানেজার তাদেরকে জানান, লিকেজ ঠিক করা হয়েছে। পরে সকালে কাজ করার সময় বিস্ফোরণ হয়।