ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

এমআইএসটিতে ২দিনের আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

  মিলিটারি ইন্সিটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপ্লাইড সাইন্স শীর্ষক দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে মন্ত্রী বলেন, ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে এ সম্মেলন গবেষকদের জন্য নতুন প্লাটফর্ম তৈরি করবে। সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া ও ইটালির প্রকৌশলীরা অংশ নিচ্ছেন। প্রথম দিনে যন্ত্র, শিল্প, নৌ ও বিমান-কৌশলের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়।