ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

জয়পুরহাটে করোনা রোগী সন্দেহে তিনটি বাড়ি লকডাউন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

জয়পুরহাটের আক্কেলপুরের কেশবপুর গ্রামে নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ, জ্বর,সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে পালিয়ে আসা এক যুবকককে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া জানান, ২৪ ঘণ্টায় ঢাকা থেকে আসা ১৩জন হোম কোয়ারেন্টিনে, প্রাতিষ্ঠিানিক কোয়ারেন্টিনে ২জন ও ১জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এদেরসহ করোনা উপসর্গ সন্দেহে মোট ৩৩জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেই সাথে রোগীর বাড়িসহ তার পাশের আরো দু’বাড়ি লকডাউন করা হয়েছে। 

এ পর্যন্ত মোট ৩৬জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তিন জনের রিপোর্ট নেগেটিভ আসলেও বাকি গুলোর রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।

এমবি