ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

মানুষ অন্য রকম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

নভেল করোনা ভাইরাস; 
নি:শ্বাস হতে পারে নি:শেষ।

বড়বড় রাষ্ট্র আছে মজুত ভারি ভারি অস্ত্র
নিমিষেই হতে পারে কোন দেশ ধ্বংস,
অদেখা ভাইরাসে সবকিছুই যেন তুচ্ছ।

মৃত্যুর মিছিলে কত জান গেল
সৎকার হবে না কে ভেবেছিল,
অর্থ, বিত্ত,গর্ব, অহংকার সব ফুরিল।
উহানে উৎপত্তি, দোষী চিন না অন্য রাষ্ট্র, বলো?

প্রকৃতির নিয়ামত ক্ষতি সাধন হয়েছে বহুত
গাছপালা, তরুলতা, জীবজন্তুর আরো কত সম্পদ
দূষণে দূষণে জর্জরিত, পৃথিবী কলুষিত, পদে পদে আপদ।
মানুষ আজ মানুষ নয়, মানুষ অন্য রকম,
নরপিচাশ, নরখাদক মারছে মানুষ পাখির মতন।

সিডর, সুনামীতে কেপেঁছিল বিশ্ব ব্রহ্মান্ড
করোনাতে থমকে গেল সব কর্মকান্ড
ঝিকে মেরে বউকে কে যেন শাসাল।
অন্যায়, অসত্য, দেশে দেশে করলে বিরাজ
সবার প্রতি নারাজ অদৃশ্য শক্তি রাজাধিরাজ
জানান আপন শক্তি, দেখান রাগবিরাগ ও কাজ।

এসি