ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে মাজেদের প্রাণভিক্ষার আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার | আপডেট: ১০:১৪ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।

বুধবার (৮ এপ্রিল) কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন আবদুল মাজেদ।

এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘প্রাণভিক্ষার আবেদন দেওয়া হয়েছে। আমরা সেটি সন্ধ্যার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন পরবর্তী আদেশের অপেক্ষায় আছি।’

এদিকে দীর্ঘ ২৩ বছর ধরে কলকাতায় আত্মগোপনে ছিলেন আবদুল মাজেদ। করোনা পরিস্থিতিতে সম্প্রতি তিনি ঢাকায় চলে আসেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে এ সময় বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান। এরপর বিচারক তার ফাঁসির পরোয়ানা জারি করেন।

এসি