ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:০৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে জামাল নামে এক যাত্রীর পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছায় জামাল। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা তাকে কাস্টমস কক্ষে নিয়ে আসেন। সেখানে জিজ্ঞাসাবাদের পর জামালের স্বীকারোক্তি অনুযায়ী ওষুধ খাইয়ে তার পেট থেকে ছয়টি স্বর্ণের বার বের করা হয়। ৭০২ গ্রাম ওজনের স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানান কর্মকর্তারা।