ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

এবার করোনায় আক্রান্ত মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৮ এএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

অগ্রণী ব্যাংকের পর এবার মার্কেন্টাইল ব্যাংকের দারুস সালাম শাখার এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শাখাটি সাধারণ ছুটির মধ্যে আগে থেকেই বন্ধ ছিল। 

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী বলেন, দারুস সালাম শাখার এক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তারা গত সোমবার নিশ্চিত হন। সাধারণ ছুটির মধ্যে সীমিত ব্যাংক লেনদেনের কারণে এর আগ থেকেই তাদের ওই শাখা বন্ধ আছে। ব্যাংকের পক্ষ থেকে ওই কর্মকর্তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বিভিন্ন ব্যাংকের আরও কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন সিনিয়র অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম।

ব্যাংকারদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ ছুটির কারণে অধিকাংশ সেবা বন্ধ থাকলেও ব্যাংক খোলা রাখা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। শাখায় আগতরা বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য বিধি না মেনেই ঢুকে পড়ছেন। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ দূরত্বের কথা বললেই অনেকে ক্ষেপে যাচ্ছেন। আবার অফিসে যাওয়া-আসার পথে নানা বাধার মুখে পড়ছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। এখন দাবি উঠেছে ব্যাংক লেনদেন আরও সীমিত করার। এছাড়া খোলা রাখা শাখায় সামাজিক নিরাত্তা বজায় রাখার বিষয়টি বাধ্য করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার দাবি উঠেছে।

এমবি//