ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

ফুলের বাজারে ধস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

করোনার প্রভাবে ফুলের বাজারে ধস নামায়, যশোরের গদখালী আর সাভারের গোলাপ গ্রামে চাষীদের মাথায় হাত। বিক্রির জন্যে এখন আর তারা ফুল তোলছেন না; বরং বাগান বাঁচাতে প্রতিদিনই পূর্ণ ফোটা ফুল কেটে ফেলে দিতে হচ্ছে চাষীদের।  
যশোরের ঝিকরগাছার গদখালী ও পানি সারা ইউনিয়নের মাঠে মাঠে প্রস্ফুটিত গোলাপ, জারবেরা, গডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা ফুল। এমন পূর্ণ প্রস্ফুটিত ফুল সাধারণত চোখে পড়েনা। গোলাপ বা জারবেরা  পাপড়ি মেলে ধরার আগেই বাজার নেন চাষিরা। এখন চিত্র ভিন্ন। ফুল বিক্রি করতে পারছেন না তারা। বরং বাগান রক্ষায় ছাঁটতে হচ্ছে ফুলভরা গাছ।
গদখালী বাজারের ফুল প্রক্রিয়াজাতকরণ  ও বাজারজাতকরণ কেন্দ্র এখন জনশূন্য। এ অবস্থায় যশোরের ফুলের উপর নির্ভরশীল লক্ষাধিক মানুষ আয়হীন হয়ে পড়েছেন।
গাভারের  বিরুলিয়ায় এলাকার  গোলাপ গ্রামেও অভিন্ন চিত্র।  প্রতিদিনই হাজার হাজার গোলাপ ফুল কেটে ফেলে দেওয়া হচ্ছে। ব গত ১ মাস ধরে  গোলাপের বেচাকেনা নেই দুইটি বড় পাইকারি বাজার  ক্রেতাশূন্য।  প্রায় ৫০০ বিঘা জমির  গোলাপ ফুল ক্ষেতেই নষ্ট হচ্ছে। বাগান বাঁচাতে ফল তোলে ফেলে দিতে হচ্ছে। 
বিপন্ন সময়ে ফুল চাষীরা আরো বেশি বিপন্ন।