ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

পাঁচ টাকায় সবজি বাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

মাত্র পাঁচ টাকায় সবজি কিনতে ক্রেতার ভিড়

মাত্র পাঁচ টাকায় সবজি কিনতে ক্রেতার ভিড়

অবিশ্বাস্য হলেও এমনই একটি উদ্যোগ নিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সামাজিক সংগঠন আশ্রয় বিদ্যাপিঠ। করোনা ভাইরাসের প্রকোপরোধে বেকার হয়ে পড়া সমাজের মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের জন্য মাত্র ৫ টাকা কেজি দরে সবজি বিক্রি করছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা শহরের ফায়ার সার্ভিস ও রেলগেইট এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম চালু করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। 

এসময় জনপ্রতি এককেজি করে বেগুণ, টমেটো, মিষ্টি কুমড়া প্রভৃতি সবজি দেয়া হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৯শ কেজি সবজি বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ইশতিয়াক আশিক জানান, সমাজের মধ্যবিত্ত পরিবারের লোকেরা আত্মসম্মানের কথা চিন্তা কিরে ত্রাণ নিতে চায় না। তাই তাদের কথা চিন্তা আমরা স্বল্প মূল্যে সবজি বিক্রি করছি।  

তিনি আরও বলেন, আজ আমরা সবজি হিসেবে বেগুন, টমেটো ও মিষ্টি কুমড়া মিলিয়ে ৯শ কেজি বিক্রি করতে সক্ষম হয়েছি। প্রর্যায়ক্রমে আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

এনএস/