সৌরজগতের কাছে পৃথিবীর মতো দেখতে সাতটি গ্রহের সন্ধান
প্রকাশিত : ১০:২৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
সৌরজগতের কাছে পৃথিবীর মতো দেখতে সাতটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় মহাকাশ বিষয়ক গবেষণা সংস্থা নাসা। একটি নক্ষত্রকে ঘিরে আবর্তন করছে এ গ্রহগুলো। আর এসব গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলেও ধারণা বিজ্ঞানীদের।
দেখতে পৃথিবীর মতোই। ৭টি গ্রহ। খুব কাছাকাছি একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে তারা। সৌরজগতের খুব কাছেই এর অবস্থান। সম্প্রতি নাসার স্পেস টেলিস্কোপে ধরা পড়ে এসব গ্রহ।
পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে সন্ধান পাওয়া এই নক্ষত্রের নাম দেয়া হয়েছে টিআরএপিপিআইএসটি-১। এটি শীতল ও ক্ষুদ্রাকৃতি।
বিজ্ঞানীরা বলছেন, নক্ষত্রটির চারপাশে ঘূর্ণনমান ৭টি গ্রহেই তরল পানির স্তর থাকার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে ই, এফ ও জি নামে তিনটি গ্রহের আবহাওয়া প্রাণের জন্য উপযুক্ত হতে পারে বলে ধারণা করছেন তারা। এমনকি মহাসাগর থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।
প্রথম পর্যায়ে টেলিস্কোপের সাহায্যে এসব গ্রহের বায়ুমন্ডল নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছেন বিজ্ঞানীরা। মহাকাশবিজ্ঞানের ইতিহাসে এ আবিষ্কারকে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন তারা।