ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

করোনায় মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪০ এএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনায় সারাবিশ্বেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে করোনায় মারা গেছেন ৯১ হাজার ৭৮৩ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৮ হাজার ২৭৮ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৫ হাজর ২৩৮ জন, তৃতীয় সর্বোচ্চ মারা গেছে ফ্রান্সে ১০ হাজার ৮৬৯ জন এবং চতুর্থ সর্বোচ্চ মারা গেছে ইংল্যান্ডে ৭ হাজার ৯৭ জন। 

বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৭৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন সবার ওপরে। দেশটিতে ৪ লাখ ৫১ হাজার ৪৯১ জনের দেহে কভিড-১৯ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখা ৫২ হাজার ৪৪৬ জন। 

এ দিকে ডিসেম্বরের শেষে যেখান থেকে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছিল চীনের সেই উহানে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।  তিন মাসেরও বেশি সময় বিচ্ছিন্ন থাকার পর চীনের উহান শহর থেকে লকডাউন তুলে হয়েছে। স্বাভাবিক হচ্ছে সেখানকার জীবন। 

এমবি//