ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

'রিমান্ডে কাদের খান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে'

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার সাবেক এমপি ডা. আব্দুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তল, ৬রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রিমান্ডে কাদের খান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়ে পুলিশ। গেল বছরের ৩১ ডিসেম্বর। সুন্দরগঞ্জে নিজের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এমপি লিটন হত্যার ঘটনায় ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলীর দায়ের করা মামলায় মঙ্গলবার বগুড়া থেকে গ্রেফতার করা হয় জাতীয় পার্টির সাবেক এমপি ডা. আবদুল কাদের খানকে। পর দিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। বুধবার দুপুর থেকেই গ্রামের বাড়ি খানপাড়ায় অভিযান চালায় আইন- শৃংখলা বাহিনী। তবে, মধ্যরাতে বাড়ির আঙিনা খুঁড়ে পাওয়া যায় অস্ত্র ও গুলি। কাদের খানের দেয়া তথ্য অনুযায়ীই অস্ত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানায় পুলিশ। এমপি লিটন হত্যা মামলায় তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসীও। হত্যার সঠিক কারণ অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তারা।