ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তরে আরও সময় লাগবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনাভাইরাস শনাক্তের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট সরকারের কাছে সরবরাহ করার কথা সেটি স্থগিত করা হয়েছে। কীট তৈরি হলেও সরবরাহে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার বিকালে কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।’

শনিবার ১১ এপ্রিল কিট হস্তান্তর ও এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিট উৎপাদনের প্রক্রিয়াটি শেষ না হওয়ায় সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ বলেন, ‘আমাদের আরও ২ থেকে ৩ দিন সময় লাগবে। আশা করি স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ হবে।’

কিট হস্তান্তরের জটিলতার বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এখানে একটা সমস্যা হয়েছে। হঠাৎ করেই বিদ্যুৎ সমস্যার কারণে উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। এটা সারতে দুই-তিনদিন সময় লাগতে পারে।’

এসি