ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

উপার্জনের ব্যবস্থা নেই, রোহিঙ্গারা এখন মহাসড়কে সাহায্যের আসায়

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

আয় উপার্জনের ব্যবস্থা নেই, তাই অনেক রোহিঙ্গা এখন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বসে থাকে সাহায্যের আসায়। কাজের সন্ধানে কেউ কেউ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। অনেকে আবার নিজেকে জড়িয়ে ফেলছে, বিভিন্ন অপরাধে। এ পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণের দাবি উঠেছে সব মহলে। কক্সবাজার থেকে, উখিয়া কিংবা টেকনাফ যাবার পথে, মহাসড়কে’র পাশে একটু পর পর, অসহায় রোহিঙ্গাদের জটলা। দিনভর অপেক্ষা সাহায্যের আশায়। অতিরিক্ত মানুষের উপস্থিতিতে, কাজ যোগার করার সুযোগ গেছে কমে। যেক’জন কাজ যোগার করতে পেরেছে তারা সৌভাগ্যবান। বাকিদের দুর্দশার শেষ নেই। তাই চেষ্টা, গাড়ি থামিয়ে সাহায্যের আশা। এই চিত্র, উখিয়ার কুতুপালং ও বালুখালী এবং টেকনাফের লেদা, নয়াপাড়া ও শামলাপুর এলাকার নিবন্ধিত-অনিবন্ধিত শরণার্থী ক্যাম্প এলাকায়। কিছু শরণার্থী মিশে যাচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীর সাথে। বাসাবাড়ি ভাড়া নিয়েও, থাকছে রোহিঙ্গারা। বিষয়টি, মানবিক, তাই আইন শৃঙ্খলা বাহিনীও অনেকটা নিষ্ক্রিয়। . মিয়ানমার থেকে, পালিয়ে আসার পর, শেষ সম্বলটুকুও নি:শেষ হবার পর, অনেকে জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকান্ডে। অবনতি ঘটছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির।