বিএনপির বিরুদ্ধে কানাডার ইমিগ্রেশনে ভূল তথ্য দিয়ে সরকার ষড়যন্ত্র করছে: রিজভী
প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
বিএনপির বিরুদ্ধে কানাডার ইমিগ্রেশনে ভূল তথ্য দিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, কানাডার ইমিগ্রেশন তাদের দায়িত্ব পালন করেছে। তবে নির্বাচনের আগে ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে তথ্য বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো নিয়েও প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। এই ঘটনার নিন্দা জানান তিনি। মামলা, হামলা ও গ্রেপ্তারের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে এখন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।