ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি: মো. নজিবুর রহমান

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব  বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউজে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফ সদস্যদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, কাগজপত্র ও নথির ভিত্তিতে কর ফাঁকিবাজদের চিহিৃত করা হচ্ছে। চরিত্র না পাল্টালে তাদের বড় ধরনের খেসারত দিতে হবে। রাজস্ব আদায়ে ব্যাঘাত সৃষ্টিকারীদের রাষ্ট্রীয় হুমকি হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।