চতুর্থ রোল বল বিশ্বকাপের সমাপনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
নতুন প্রজন্মকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে রোল বল বিশ্বকাপের সমাপনি অনুষ্ঠানে তিনি একথা বলেন। পদ্মা সেতুর পাশেই চরে আধুনিক ও উন্নতমানের ক্রীড়া পল্লি এবং অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে চতুর্থ রোল বল বিশ্বকাপের সমাপনি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদেশি খেলার পাশাপাশি দেশীয় খেলাধুলার আয়োজনে, আয়োজক ও পৃষ্ঠপোষকদেরার প্রতি আহবান জানান তিনি।
নতুন প্রজন্মকে মেধা মননে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, পদ্মার চরে সবরকম সুযোগ সুবিধাসম্পন্ন ক্রীড়া পল্লি গড়ে তোলতে চায় বর্তমান সরকার। এছাড়া, ওই চরেই তৈরি করা হবে সুবিশাল অলিম্পিক কমপ্লেক্স।
এবারই প্রথমবারের মতো রোল বল বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক ৩৯টি দেশ ও সর্বোচ্চ ৬২৫ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে। আর চতুর্থ স্থান দখল করে নেয় বাংলাদেশ, টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।