ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁও জেলা লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও জরুরি সুরক্ষার প্রয়োজনে ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে। শনিবার ( ১১ এপ্রিল) রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম।

জেলা প্রশাসক জানান, জেলায় জনসাধারণের ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক দিয়ে অন্য জেলার কেউ এই জেলায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই আদেশ অমান্য করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪ দফায় জেলার ৬৮ জনের নমুনা পরীক্ষার পর আজ শনিবার ৩ জনের করোনা পজিটিভ আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কেআই/