ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

ভবিষ্যতে কারাবন্দীরা স্বজনদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবে

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

ভবিষ্যতে কারাবন্দীরা স্বজনদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার বৃহস্পতিবার দুপুরে কারা অধিদপ্তরে কারা সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগামী বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর এই প্রকল্প চালু করা হবে। আগামী মার্চের মধ্যে সাধারণ বন্দীরা এই সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন কারা মহাপরিদর্শক। আসামিরা কথা বলার সময় গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন বলেও জানান আইজি প্রিজন।