রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
ভর্তি ও নিয়োগ কার্যক্রমে পার্বত্য বাঙ্গালীদের জন্য কোটাচালুর দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন পিছিয়ে পড়াপার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেও এখানে পার্বত্য বাঙ্গালীরা বৈষম্যের শিকার হচ্ছে। ভর্তি ও নিয়োগে উপজাতীয়দের জন্য কোটা সংরক্ষন করা হলেও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীদের জন্য কোন কোটা সংরক্ষণ করা হয়নি। বক্তারা উপজাতীয় কোটা বাতিল করে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জন্য জনসংখ্যাঅনুপাতে কোটা সংরক্ষনের দাবি জানান।